স্বাধীনতা ঘোষণা করলো ক্রিমিয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদন জানিয়েছে। রোববার ইউক্রেনের স্বশাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর এ আবেদন জানাল ক্রিমিয়া।
ইউক্রেন সরকার অবশ্য জানিয়েছে, তারা গণভোটের এ ফলাফল মেনে নেবে না। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
গতমাসের শেষের দিকে পাশ্চাত্যপন্থী অভ্যুত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর থেকে রুশপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ক্রিমিয়া।