ক্রেতাদের কাছে ক্ষতিপূরণ চাইবে বন্ধ কারখানা

garmentsসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানার মালিক বলছেন, শ্রমিকদের ক্ষতিপূরণ ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডকে দিতে হবে। অ্যাকর্ডের পরিদর্শনের পর সম্প্রতি কারখানা দুটি বন্ধ করে দেয়া হয়।

সাড়ে তিন হাজারের মতো শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

সফটেক্স নামে বন্ধ হওয়া একটি কারখানার মালিক রেজওয়ান সেলিম বলেন, সময় না দিয়ে কারখানা বন্ধ করতে বলে তাদের প্রতি অন্যায় করা হয়েছে।

সেলিম বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ অ্যাকর্ডের কাছ থেকে চাইবেন তারা।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র একটি সূত্র বলছে, চুক্তি অনুযায়ী কারখানা দুটোর শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা দিতে ১২ কোটি টাকার প্রয়োজন হবে।

বিজিএমইএ জানিয়েছে, কারখানা বন্ধের কারণে শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি মীমাংসার জন্য মালিক পক্ষ এবং অ্যাকর্ড প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

গত বছর রানা প্লাজা ধসে এগারোশোর বেশি শ্রমিক নিহত হওয়ার পর বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা মান পরিদর্শনের কাজ চলছে ইউরোপ এবং আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে।

এখন পর্যন্ত প্রায় পাঁচশর মতো কারখানা পরিদর্শন করা হয়েছে। অ্যাকর্ড পরিদর্শন করেছে ২২০টি কারাখানায়। আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স করেছে ২৬০টিতে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ