রাশিয়ার বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করবে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। ইউক্রেনের স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইইউ।
এদিকে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার পক্ষে রায় দেয়ার পর স্বাধীনতা ঘোষণা করেছে রুশ অধ্যুষিত অঞ্চলটি। তারপর রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রও। ক্রিমিয়ার গণভোটের ফল ঘোষণা করার পর হোয়াইট হাউস থেকে বলা হয়, এর আগে ফোনে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ব্রাসেলসে সোমবার অনুষ্ঠেয় ইইউর বৈঠকে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ আটক করার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে।
এর আগে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করেছে ইইউ। সোমবারের বৈঠকে রাশিয়ার ঠিক কোন্ কোন্ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।
গত বছরের নভেম্বর মাসে ইইউর সঙ্গে একটি বানিজ্যিক চুক্তি না করে রাশিয়ার সঙ্গে একই চুক্তি করেন ইউক্রেনের তৎকালিন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এরই সূত্র ধরে বিক্ষোভ শুরু করেন ইইউপন্থী বিরোধীরা। ফলাফলে শেষ পর্যন্ত সরকার পতন ও দেশটির ক্রিমিয়া অঞ্চলের স্বাধীনতা ঘোষিত হলো।