আন্তঃনগর ফেল করে খালেদা জিয়া লোকাল ট্রেনে উঠেছেন: রেলমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আন্তঃনগর ট্রেন মিস করে বিএনপি নেত্রী এখন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠেছেন।
সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী একজন হলেও সিদ্ধান্ত হয় তিন রকম। তিনি আওয়ামী লীগের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে গেলেন, অথচ সংসদ নির্বাচনে আসলেন না। আবার উপজেলা নির্বাচনে এসেছেন।
মন্ত্রী আরো বলেন, সংসদ নির্বাচনে না আসায় বিএনপি’র অন্দরমহলে দ্বন্দ্ব শুরু হয়েছে। তাদের এক পক্ষ বলছেন, ‘ম্যাডাম ভুল করেছেন’।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর জামাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মিজানুর রহমান প্রমুখ।
রেলপথ মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এ জন্য তিনি সংসদ নির্বাচনে আসতে পারেননি। কিন্তু তিনি গোলাম আজম, নিজামীদের পক্ষ নিতে ভুল করেননি। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে তিনি জামায়াত শিবিরকে মাঠে নামিয়ে দিয়েছেন। খালেদা জিয়ার স্বাধীনতায় বিশ্বাস কতটুকু তা দেশবাসী বিচার করবে।
অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের শাটল ট্রেন ও মুন্সী মেহেরুল্লাহ স্টেশন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।