ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞা আরোপ

EU logoআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেোজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করতে একমত হয়েছে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার গণভোটে ক্রিমিয়ার ৯৭ ভাগ জনগণ ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে ভোট দেন। এ কারণে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করলো। নাম প্রকাশ না করা ওই ২১ জন কর্মকর্তা ক্রিমিয়া গণভোট আয়োজনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে।

ওই গণভোটকে ইউক্রেন সরকার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অবৈধ হিসেবে বিবেচনা করে আসছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই ক্রিমিয়ায় রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। তবে রাশিয়া বলছে তারা রুশপন্থী স্বাধীন কোন গ্রুপ। রাশিয়ার সেনা নয়।

ব্রাসেলসে সোমবার এক বৈঠকের পর রাশিয়ার উপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিংকেভিক এক টুইটবার্তায় বলেছেন, আগামি কয়েক দিনের মধ্যে আরো পদক্ষেপ নেয়া হবে।

ক্রিমিয়ার পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করার কয়েক ঘন্টার মাথায় ইইউর নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এদিকে গণভোটের ফলাফলকে কখনো স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ