রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : পুলিশ, বুয়েট ছাত্রসহ আহত ৭

road-accidentরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতের নাম এনামুল (৪০)। আহতরা হলেন বুয়েট ছাত্র রায়হান শরীফ (২৪), প্রণব কুমার (২৪) আনসার সদস্য রফিকুল ইসলাম (৫০), পুলিশ কনেস্টেবল আব্দুল মোমিন (৩০), শাহআলম (৩৫), মোবারক হোসেন (২২) ও আল আমিন (২২)। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাস ট্রাক সংঘর্ষে এনামুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুরানা পল্টন এলাকায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় এনামুল গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের অন্যকোন পরিচয় জানা যায়নি।  এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

এদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় খিলগাঁও ফ্লাইওভারের নিচে সোমবার দিবাগত রাত আড়াইটার মটর সাইকেল উল্টে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র রায়হান শরীফ ও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র প্রণব কুমার আহত হন। পরে শাহাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

অপরদিকে রাজধানীর রামপুরা এলাকায় মঙ্গলবার ভোর ৪ টার দিকে পুলিশের রিকুজিয়েশন করা গাড়ি উল্টে এক আনসার ও চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ