দামুড়হুদায় যুবলীগের হরতাল চলছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চুয়াডাঙ্গাঃ উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যুবলীগের ডাকা আধাবেলার হরতাল চলছে। জামায়াত সমর্থিত প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ হরতাল পালন শুরু হয়। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে হরতাল সফল করার লক্ষ্যে সোমবার বিকেল সাড়ে ৫টায় দামুড়হুদা উপজেলা ডাকবাংলা থেকে ১৫ মার্চ উপজেলা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন- দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক হযরত আলী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হযরত আলী, যুবলীগ নেতা অ্যাডভোকেট আবু তালেব, শফিউল কবির ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আর জামায়াত নির্বাচনে কারচুপি করে কী করে ক্ষমতায় আসে? তারা কীভাবে ক্ষমতার মসনদে বসে তা আমরা দেখব।
তারা নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানকে প্রতিরোধ করার ঘোষণা দেন। সেই সঙ্গে বক্তারা দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনকে যেখানে দেখা যাবে সেখানেই আক্রমণ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দামুড়হুদা থেকে চলে যাওয়ার হুমকি দেন তারা।
এ ঘটনার পর থেকেই দামুড়হুদা উপজেলা শহরে সেনাবাহিনী ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।