মেঘনায় পাওয়া লাশ নিখোঁজ বিমানের নয়

death malaysia aeroplane লাশ মালয়শিয়া বিমানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বঙ্গোপসাগরের কাছে মেঘনা মোহনায় পাওয়া কয়েকটি লাশ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। ‘লাশগুলো মালয়েশিয়ার নিখোঁজ বিমানের আরোহীদের’- সংবাদ বিষয়ক ওয়েবসাইট তাজাখবর ডট কম এরম একটি খবর প্রকাশ করলে রহস্য আরও ঘনিভূত হয়। কিন্তু এ তথ্য অসত্য বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা।

বাংলাদেশ মিশনের প্রতিরক্ষা বিষয়ক অ্যাটাচে এয়ার কমোডর এম. আবুল বাশার বলেছেন, মৃতদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী অবগত। তবে সেগুলো বাংলাদেশি নাগরিকদের। এগুলো মালয়েশিয়ার নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ এর আরোহীদের নয়।’ গতকাল এ খবর দিয়েছে মালয়েশিয়ার ডেইলি স্টার।

এতে বলা হয়, তাজাখবর ডট কম রোববার রিপোর্ট করেছে যে, বঙ্গোপসাগরের কাছে মেঘনা মোহনায় কমপক্ষে ২০টি অজ্ঞাত মৃতদেহ পেয়েছে জেলে ও স্থানীয়রা। স্থানীয় লোকজন মৃতদেহগুলোর যে ছবি তুলেছে তা ওয়েবসাইটে দেয়া হয়েছে। ধরে নেয়া হয় যে, কয়েকদিন আগে এ লোকগুলো মারা গিয়েছে। কিন্তু মৃতদেহে পচন ধরায় তা সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ ওয়েবসাইটে বলা হয়, ওই মৃতদেহগুলো এমএইচ ৩৭০ ফ্লাইটের।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ