বিজিবির মারধরে আহত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ জেলার ফকিরহাট উপজেলা নির্বাচনে বিজিবির মারধরে আহত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
ফকিরহাট থানার ওসি আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শাইয়া কেন্দ্রে জালভোট দেয়া নিয়ে নিয়ামত হোসেনকে মারধর করে বিজিবির সদস্যরা।
আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই দিন পর স্ট্রোক করলে তাকে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস জানান, বিজিবির বেধড়ক মারধরে আহত হন সরদার নিয়ামত। পরে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়ায় স্টোক করেন। ঢাকা থেকে তার লাশ আসার পর কর্মসূচি দেয়া হতে পারে।
মৃত সরদার নিয়ামতের মেয়ে রুমানা আক্তার রূপা জানান, বিজিবি সদস্যরা তার বাবাকে অন্যায়ভাবে মারধর করেছে।তিনি জড়িত বিজিবি সদস্যদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শরীফুল কালাম কারীম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।