বিরোধী দলহীন এ সংসদের স্থায়িত্ব নিয়ে টিআইবি’র শঙ্কা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধী দলহীন বর্তমান সংসদের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্তমানে যে সংসদ রয়েছে- তা বিরোধী দলবিহীন। আর বিরোধী দলবিহীন সংসদ কোনো দিনই দীর্ঘস্থায়ী হবে না।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলানায়তনে নবম জাতীয় সংসদের ‘পার্লামেন্ট ওয়াচ ২০১৪’ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংসদে আক্ষরিক অর্থে বিরোধী দল রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো বিরোধী দল নেই। দেশের স্বার্থে আমাদের দ্রুত এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, এ সংস্কৃতির দ্রুত পরিবর্তন দরকার। তবে আমি আশাবাদী এ সংস্কৃতিরও পরিবর্তন হবে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নবম জাতীয় সংসদের জানুয়ারি ২০০৯ থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত মোট ১৯টি অধিবেশনের সর্বমোট ৪১৮ দিন কার্য দিবসের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি ৩৪২ দিন অনুপস্থিত ছিল যা সংসদের ইতিহাসে রেকর্ড।
টিআইবির ট্রাস্টিবোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেন, শুধু মাত্র রাজনৈতিক সদিচ্ছার কারণে জাতীয় সংসদ কার্যকর হচ্ছে না। সংসদকে কার্যকর করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
টিআইবির মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন- সংস্থাটির গবেষণা ও প্রোগ্রাম বিভাগের ম্যানেজার জুলিয়েট রোজেটি, ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার মোরশেদা আক্তার, ফাতেমা আফরোজ।