বৃহস্পতিবার বিএনপি ডিসি অফিস ঘেরাও করবে

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি, বিএনপি’র নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং অব্যাহত খুন, গুমের প্রতিবাদে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রশাসকের কাছে স্মারকলিপি দিবে বিএনপি। আগামী ২০ মার্চ বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ কর্মষূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, সংগ্রামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এদেশের বুকে পাথরপ্রতীম দু:শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সরকার ও মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন। তাই নিশ্চল, গড্ডল ও অনড় স্বৈরচারকে একটা বড় ঝাকুনি দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশবাসী এখন প্রস্তুত।

তিনি বলেন, সীমাহীন মিথ্যাচার দিয়ে নানা রঙে নিজেদের আবারণ ঢাকার চেষ্টা করছে সরকার। সেজন্য অসংখ্যা অসত্য মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে এখন হয়রানি করছে।

মিথ্যা বানোয়াট মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে পাঠিয়েছে।

রিজভী অভিযোগ করে বলেন, সরকারের প্রতিহিংসার  বন্য বিচারের পরিণতি হচ্ছে ক্রসফায়ার। সরকার কাউকে প্রতিপক্ষ ভাবলেই তার লাশ কোথাও না কোথাও ধরাতলে শায়িত হতে দেখা যাবে। আজ দেশের অধিকাংশ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৩ জনের লাশ পাওয়া গেছে।

তিনি বলেন, গত তিন দফা নির্বাচনে সহিংসতায় হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, ভোট জালিয়াতি, বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের মারধরসহ উপজেলা চেয়ারম্যান পদ নিজেদের অনুকুলে নিতে রক্তাক্ত দাঙ্গা হাঙ্গামার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ৪ জন নিহত, প্রায় দুই সহস্রাধিক আহত এবং কয়েক’শ নির্বাচন কেন্দ্রে অনিয়ম, দখল, হামলা অভিযোগ করেন রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নানা শ্রেণী-পেশার মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হচ্ছে। সরকার পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে করায়াত্ত করায় ন্যায় বিচারের অবশিষ্টাংশটুকুও নেই। দেশ এখন ভয়ংকর  খুন ও জখমের লীলাভূমিতে পরিনত হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ