নির্বাচন স্থগিত করা স্থায়ী সমাধান নয়: শাহনেওয়াজ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচন স্থগিত করা স্থায়ী কোনো সমাধান নয়। গোলমালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে যত দ্রুত সম্ভব ভোট কেন্দ্রে ভোট দানের পরিবেশ সৃষ্টি করাই মুখ্য বিষয়।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচনের পরবর্তী ধাপে সহিংসতা বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুষ্কৃতকারীরাই তা জানে। যারা সহিংসতা করে তাদের জিজ্ঞেস করুন। আমরা চেষ্টা করছি নির্বাচন সুষ্ঠু করার জন্য।
কমিশনার বলেন, আগে থেকে জানা যায় না কখন কোথায় সহিংসতা হবে। তাই ব্যবস্থা নেওয়া যায় না। সহিংসতা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণ করা গেলো কিনা এটাই মুখ্য বিষয়।
তৃতীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতার বিষয়ে তিনি বলেন, আমরা যেসব জায়গায় সহিংসতার খবর পেয়েছি সেগুলোতে ব্যবস্থা নিয়েছি। ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছি। যথাসময়ে জানতে পারলে আরও ব্যবস্থা নিতাম। তবে নির্বাচন স্থগিত করা কোনো সমাধানের বিষয় নয়।
শাহনেওয়াজ বলেন, যে সহিংসতা হয়েছে তা ছিল সহনীয়। নিহত হওয়ার ঘটনাগুলো ঘটেছে কেন্দ্র থেকে অনেক দূরে। যার কারণে সেগুলোতে আমরা হস্তক্ষেপ করতে পারিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যার বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীর তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কম থাকায় এ সহিংসতা রোধ করা যায়নি। যেখানে নির্বাচন কর্মকর্তারা অসহায় বোধ করবে সেখানে বেশি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়িয়ে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রার্থীদের আইন লংঘনের কথা উল্লেখ করে ইসি বলেন, প্রার্থীদের আইন লংঘন করার ফলে সহিংসতা বরাবরই বাড়ছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।