৩ কোটি টাকা দেয়া হয়েছে: ইসলামী ব্যাংক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংস্কৃতিমন্ত্রী অস্বীকার করলেও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজনে তারা ৩ কোটি টাকা দিয়েছে।
গণজাগরণ আন্দোলন কর্তৃক চিহ্নিত ‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান’ ইসলামী ব্যাংক থেকে নেয়া টাকা ফেরত দেয়া হবে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার জানানোর পরক্ষণেই অর্থ নেয়ার কথা অস্বীকার করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর কয়েক ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ওই আয়োজনে তাদের পক্ষ থেকে ৩ কোটি টাকা সরকারকে দেয়া হয়েছে।
ব্যাংকের নির্বাহী সহসভাপতি আতাউর রহমান এবিসি নিউজ বিডিকে বলেন, “লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের জন্য ১৪ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিন কোটি টাকা অনুদানের চেক তুলে দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।”
ওই সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন বলেও জানান আতাউর।
গত ১৫ মার্চ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।