ঘুষ দাবির অভিযোগ, শুল্ক কর্মকর্তা লাঞ্ছিত

Kurigram কুড়িগ্রামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুড়িগ্রামঃ ঘুষ দাবির অভিযোগে কুড়িগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনারকে লাঞ্ছিত করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার কুড়িগ্রাম শহরের কাপড়ের বাজারে ‘নিউ সুলভ’ বস্ত্রালয়ে এ ঘটনার পর সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুর রহমানকে উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় নিউ সুলভ বস্ত্রালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পরপরই কুড়িগ্রাম কাস্টমস মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি টিম দোকানের দলিলাদি দেখতে চান।

এসময় দোকানের কর্মচারীদের কাছে টাকা দাবি করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে কলাপসিপল গেটে তালা লাগিয়ে দেন এবং এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

নিউ সুলভ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে কাস্টমসের লোকজন কাগজপত্র তল্লাশির করার নামে সিন্দুক ভাঙ্গার চেষ্টা করেন এবং দোকানের বৈধ কাগজপত্র থাকার পরও তারা পাঁচলাখ টাকা চাঁদা দাবি করেন।

“টাকা না দেয়ায় দোকানের মালামাল ও কাগজপত্র তছনছ করেন। বাধা দিলে দোকানের কর্মচারীদের লাঞ্ছিত করেন তারা। এরপরই কর্মচারীরা দোকানের কলাপসিবল গেটে তালা লাগিয়ে তাদের অবরুদ্ধ করে।

“খবর পেয়ে অন্য ব্যবসায়ীরা এবং চেম্বারস অব কমার্সের নেতারা আসার পর বাকবিতণ্ডার এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরো তাদের লাঞ্ছিত করেন।”

ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করেই ব্যবসা প্রতিষ্ঠানে কাগজপত্র পরিদর্শন করতে যাওয়া হয়। এ সময় ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে তাদেরকে আটক করে এবং অসদাচরণ করেন।

পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে।

বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান তিনি।

কুড়িগ্রাম সদর থানার এসআই আব্দুল গফুর বলেন, দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম বাজারের নিউ সুলভ বস্ত্রালয় থেকে ভ্যাট বিভাগের ম্যাজিস্ট্রেটসহ আটজনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে আনা হয়েছে।

কুড়িগ্রাম চেম্বারস অব কমার্সের সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম বলেন, নতুন দোকান উদ্বোধনের দিন কাস্টমসের তল্লাশি অনভিপ্রেত। তাছাড়া চেম্বারকে অবহিত না করায় এ ধরনের অনাকাঙিক্ষত ঘটনার সৃষ্টি হয়েছে।

এ কর্মকর্তাকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহারের দাবিও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ