ঝিনাইদহে দিনে দুপুরে ডাকাতি গ্রামীণ ব্যাংকে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার সদর উপজেলার বিষয়খালী গ্রামীণ ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে অস্ত্রধারী একদল ডাকাত বিষয়খালী বাজারে গ্রামীণ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা, মোবাইলফোন সেট ও এক নারীর একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে ৩টি মোটরসাইকেলযোগে আট সদস্যের মুখোশধারী একদল ডাকাত ব্যাংকে প্রবেশ করে। এসময় তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকে কর্মরতদের কাছে থাকা সাতটি মোবাইলফোন সেট, শারমিন নামের এক নারী কর্মীর গলা থেকে স্বর্ণের চেইন ও ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে চলে যায়।
ব্যাংক ম্যানেজার আরও জানান, ডাকাতরা হানা দেওয়ার ঘণ্টা খানেক আগে সব টাকা পাশের জনতা ব্যাংক শাখায় জমা দিয়ে আসা হয়। ফলে বড় ধরনের ঘটনা ঘটেনি। ডাকাতির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, ‘এখনো কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি।’