বাখেরগঞ্জের ওসিকে বরখাস্তের নির্দেশ ইসির

nikরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মারধর করার অপরাধে বরিশালের বাখেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলামকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি এ নির্দেশ দেয়।

ভোটের দিন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এক লিখিত অভিযোগে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

নির্বাচন কমিশন সে অভিযোগ আমলে নিয়ে ওই ওসিকে বরখাস্ত করাসহ মামলা করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, হিজলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার ওপর অসদাচরণ ও শারিরীকভাবে আঘাত করার বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ আইন), ১৯৯১ এর ৫ ধারার ৩ উপধারা অনুযায়ী ব্যবস্থা নিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মহাপুলিশ পরিদর্শক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, অসদাচরণের দায়ে ইসির সম্মতিক্রমে রিটার্নিং কর্মকর্তা ওসিকে অনধিক দুই মাস সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্তের আদেশ দিতে পারবেন।

উল্লেখ্য, ভোটের দিন দুলাল তালুকদার ইসিতে অভিযোগে করে বলেন, হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পর্যবেক্ষণকালে বাখেরগঞ্জ থানার ওসি কর্মরত অবস্থায় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের ওপর অসদাচরণ করেন ও মারধরসহ শারিরীকভাবে আঘাত করেন। শুধু তাই নয়, এ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ২৪ নম্বর হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় বের করে দেন ওসি।

এ সময় সহকারি রিটার্নিং কর্মকর্তার অফিস সহকারী হিরণ বেপরীও শারিরীকভাবে নির্যাতনের শিকার হন। তাদের জনসম্মুখে অপদস্ত করা হয় ও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ