হামলার পর সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চুরির মামলা আনসারের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত ও তার স্ত্রী বাংলানিউজের সাজেদা সুইটিকে গুলি করে হত্যার হুমকি ও হত্যার উদ্দেশ্যে মারধর করেছিল দুই আনসার সদস্য। এবার সেই সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চুরির মামলা করেছে আনসার।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মোফাজ্জল হোসেন জানিয়েছেন, শান্ত ও সুইটির বিরুদ্ধে আনসার কমান্ডার মজিবুর রহমান চুরির মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সাংবাদিক দম্পতি বেআইনিভাবে রাতের বেলায় আনসার ক্যাম্পের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আনসার সদস্যদের মারধর করে ভাংচুর চালিয়েছে। ভয়ভীতি দেখিয়ে চুরি করেছে শান্ত ও সুইটি।
যদিও ঘটনায় জড়িত দুই আনসার সদস্যরে বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৩৪২, ৩৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯ এবং ৫০৬ ধারায় মামলা করেছিলেন তৌহিদ শান্ত ও তার স্ত্রী সাজেদা সুইটি। মামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি মোহাম্মদপুর থানা পুলিশ। আসামি গ্রেফতারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন শান্ত ও সুইটি।
মামলার তদন্তকারী কর্মকর্তা (উপ-পরিদর্শক) এসআই মোফাজ্জল হোসেন জানান, অভিযুক্ত দুই আনসার সদস্যকে আনসার সদর দপ্তরে ক্লোজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত আনসার সদস্যদের গ্রেফতারের বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, তাদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আনসারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। যেহেতু তারা সরকারি একটি বাহিনীর সদস্য, তাই যথাযথ নিয়ম মেনে গ্রেফতার করা হবে।
এদিকে ইতোমধ্যেই দুই আনসার সদস্যকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীর আশা টাওয়ারের পাশে পিকেএসএফ এর একটি স্থাপনার আনসার ক্যাম্পের ৬/৭ জন আনসার সাংবাদিক দম্পতিকে সম্পূর্ণ অকারণে বেদম মারধর করেন। এ সময় রাইফেলে গুলি লোড করে সাজেদা সুইটির দিকে তাক করে তাকে হত্যার হুমকি দেন শুক্কুর ও রমজান নামে দুই আনসার সদস্য। জনতা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়েন শুক্কুর। সাজেদা সুইটি ও তৌহিদ শান্তকে রাইফেলের বাট দিয়ে বেদম আঘাত করেন দুই আনসার সদস্য। সুইটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং শান্তকে বুট পায়ে লাথি দিতে থাকেন। পরে আনসারের গুলি করার হুমকি উপেক্ষা করে স্থানীয় জনতা ছুটে এসে সাংবাদিক দম্পতিকে উদ্ধার করেন।