রাজধানীতে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ক্যান্টনমেন্ট, মুগদা ও আদাবর এলাকায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হল- সুফিয়া আক্তার (১৩), শাহিনা বেগম (২৫) ও রফিকুল ইসলাম (৪৫)।
সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সুফিয়া আক্তার নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামত আলী জানান, সুফিয়া ক্যান্টনমেন্টের স্টাফ রোডের আফিসার্স কোয়ার্টারের ১৫৯/১ নম্বর বাসায় মেজর আয়নাল কাদেরের বাসায় গৃহকর্মীর কাজ করত। অজানা কারনে সে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মৃত সুফিয়া আক্তার লালমনিরহাট জেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে।
এদিকে রাজধানীর মুগদা এলাকায় বুধবার সকালে শাহিনা বেগম নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর মান্ডার ১০৭ নম্বর বাড়ির সামনে থেকে শাহিনার লাশ উদ্ধার করা হয়। তার পরিবার সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম মেহের আলী। সে রংপুর জেলার সদর থানার মণ্ডলপাড়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।
অন্যদিকে, রাজধানীর আদাবর এলাকায় কীটনাশক পান করে রফিকুল ইসলাম নামের এক রিক্সাচালক আত্মহত্যা করেছে। তার স্ত্রী রুমা আক্তার জানান, আমার স্বামী আমাকে অকারনে সন্দেহ করত। বিভিন্ন সময়ে সে আমাকে অমানবিকভাবে মারধোর করত। বুধবার সকাল নয়টার দিকে সে আমাকে মারধোর করে সবার অজান্তে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত রফিকুল ইসলাম তার পরিবারের সাথে আদাবরের মেহেদীবাগের ৩ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে বসবাস করত। তার পিতার নাম আব্দুল হাকিম। তার বাড়ি বরিশাল জেলার সরুপকাঠি থানার নন্দীহার গ্রামে।
এ সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।