৭৫ বছর বয়সী মোটরসাইকেলের দাম সাড়ে ১৮ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মোটরসাইকেলটির বয়স ৭৫।এসএস ৮০ মডেলের এই মোটরসাইকেলটি তৈরি হয় ১৯৩৯ সালে। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার ছাপ রয়েছে বাইকটির গায়ে। সম্প্রতি মোটরসাইকেলটি নিলামে সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বর্তমান বিক্রেতার বাবা ১৯৬৪ সালে মোটর সাইলেকটি কিনেছিলেন। কেনার সময় এটি সেই সময়ের সবচেয়ে গতিসম্পন্ন বাইক ছিল। এটির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। সিট অনেকটা বাই সাইকেলের সিটের মতো।
সিটটি পুরনো হয়ে গেলেও পুরোপুরি বিকল হয়ে যায়নি। ইঞ্জিন বেশ বড়। দীর্ঘদিন মালিকের শস্যগারে পড়ে থাকলেও মোটরসাইকেলটি ফ্রেম, ইঞ্জিন, মিটারবক্স, হাতল, চেইন এখনো নষ্ট হয়নি।
লন্ডনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান বনহাম এটি নিলামে ওঠায়। ইংল্যান্ডের স্টানফোর্ডশায়ারে নিলাম অনুষ্ঠিত হয়। তবে এর ক্রেতার নাম জানায়নি নিলাম প্রতিষ্ঠান।