নতুন সেনানিবাস ও সামরিক স্থাপনা নির্মীত হচ্ছে
আনোয়ার আজমি, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের সেনাবাহিনীর জন্য নির্মিত হচ্ছে নতুন সেনানিবাস ও সামরিক স্থাপনা। আর এ জন্য দেশের পাঁচ জেলায় ৪৮ হাজার একর জমি সেনা বাহিনীকে বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু জমি হস্তান্তরও করা হয়েছে। কিছু জমি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি সেনাসদরে জেনারেলদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব জমি বরাদ্দ দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রী ওই বৈঠকে বলেন, ‘ফোর্সেস গোল ২০৩০’-এর ধারাবাহিকতায় এসব উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। বৈঠকে সেনাবাহিনীর জন্য আরও যেসব উন্নয়ন কর্মকান্ড হাতে নেওয়া হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, সিলেটে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন নামে নতুন একটি ডিভিশন (তিন ব্রিগেড নিয়ে এক ডিভিশন) গঠন করা হয়েছে। এই ডিভিশনের জন্য একটি পদাতিক ব্রিগেড এবং দুটি নতুন পদাতিক ব্যাটালিয়ন গঠন করা হয়। সরকারের পরিকল্পনা আছে, ছয় বছরে এই ডিভিশনের জন্য ৩৬টি নতুন ইউনিট গঠন করা হবে। এই ডিভিশনের জন্য সিলেটের শাহপরান বাইপাস এলাকায় দেড় হাজার একর জমি অধিগ্রহণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী ওই বৈঠকে জেনারেলদের জানান।
প্রস্তাবিত পদ্মা সেতুর আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ এবং নিরাপত্তার জন্য ৯৯ কম্পোজিট ব্রিগেড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্প এলাকায় নতুন এই ব্রিগেডের জন্য জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি জমি বরাদ্দ দেওয়া হচ্ছে নোয়াখালী জেলায়। সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকার জন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কেরেং এলাকায় ১২ হাজার, নোয়াখালী ও চট্টগ্রাম সীমান্তের তিন উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও সন্দ্বীপ থেকে ৪৫ হাজার একর জমি চেয়েছিল সেনাবাহিনী। প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিন উপজেলা থেকে ৩৫ হাজার একর এবং চর কেরেং থেকে ১০ হাজার একর জমি সেনাবাহিনীকে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এসব ভূমি বিরোধপূর্ণ চরাঞ্চল বলে জানা গেছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, সামরিক স্থাপনার জন্য ঈশ্বরদীর লক্ষ্মীপুর চর, চর পুরুলিয়া ও ডিক্রি তালবাড়িয়া থেকে দুই হাজার একর জমি চেয়েছিল সেনাবাহিনী। সেখান থেকে ৭৩০ একর জমি সেনাবাহিনীকে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।