টিআইবি’র রিপোর্ট পক্ষ পাতিত্বমূলক: আইনমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদ কার্যকর করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট পক্ষ পাতিত্বমূলক বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ের নিজ কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত ম্যারিট লুন্ডেমো’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। টিআইবি মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে বিরোধী দলহীন বাংলাদেশের জাতীয় সংসদ কার্যকর করতে সব দলের অংশগ্রহনে একটি অর্থবহ নির্বাচনের তাগিদ দিয়েছে।
টিআইব’র এই রিপোর্ট সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, টিআইবি’র রিপোর্টে জাতীয় সংসদ কার্যকর করার বিষয়ে একটি পেসক্রিপশন দেওয়া হয়েছে। এটা তারা কোথা থেকে পেয়েছে, আমার জানা নেই। এ বিষয়ে শুধু এতটুকুই বলবো, এই রিপোর্টে পক্ষপাতিত্ব করা হয়েছে।
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আনিসুল হক বলেন, ম্যারিট লুন্ডেমো বাংলাদেশে তিন মাস হয় এসেছেন। তার সঙ্গে এর আগে আমার আর দেখা হয়নি। এটা ছিল সৌজন্য সাক্ষাৎকার। তবে এই সৌজন্য সাক্ষাৎকারের বৈঠকে গুরুত্বপূর্ন দুটি বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এর একটি হচ্ছে- অবৈধভাবে বাংলাদেশীদের নরওয়ে প্রবেশের পর যখন তারা ধরা পড়েন, তখন তাদের ফেরৎ পাঠানোর বিষয়ে নরওয়ে কিছু সমস্যার মুখোমুখি হয়। তাদের ফেরৎ পাঠানোর বিষয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘নরওয়ে বাংলাদেশে আইটি ও তেল-গ্যাস সেক্টরে বড় ধরনের ইনভেস্ট করতে আগ্রহি। তারা উনভেস্টের পথ আরো সহজ করতে অনুরোধ করেছেন।’ মন্ত্রি বলেন, ‘এ বিষয়টি আলোচনা করে পরে জানাবো বলে তাকে জানিয়েছি।’