পদ্মা সেতুর টাকা স্থানান্তর হচ্ছে না: যোগযোগমন্ত্রী

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পদ্মা সেতুর ফান্ড কোথাও স্থানান্তর হয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সঠিক খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর বিষয়টি স্পর্শকাতর। জাতীয় বিষয়, এ নিয়ে আমাদেরে একটি নিকট অতীতও রয়েছে। সে কারণে খোঁজ-খবর নিয়ে জেনে-শুনে সংবাদ প্রকাশ করুন।

‘পদ্মা সেতুর টাকা সড়ক বিভাগে যাচ্ছে’ কিছু মিডিয়ায় এমন সংবাদ প্রকাশের পর বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, ‘কিছু মিডিয়ায় লক্ষ্য করেছি ফান্ড স্থানন্তর হচ্ছে এমন খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি আদোও সত্য নয়। নির্দিধায় বলতে পারি, এখানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। তবে অলস টাকা কোনো মন্ত্রণালয় বা বিভাগে পড়ে থাকতে পারে না। খরচ না হলে তা ফেরত যায়। কারোর আটকে রাখার অধিকার নেই। ফেরত দিতেই হবে।’

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বিশদভাবে বলেন, ‘প্রায় পাঁচ হাজার কোটি টাকা, যা আমাদের এই মুহূর্তে খরচ হবে না তা ফেরত যাবে। পরবর্তী বাজেটে আবার তা ফেরত আসবে।’

তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পে চলতি অর্থ বছরের জন্য বাজেটে বরাদ্দ হওয়া টাকার মধ্যে কার্যাদেশ দেওয়া পর্যন্ত অর্থ এবং এপ্রোস সড়ক ও সার্ভিসের জন্য যে অর্থ লাগবে তা রাখা হবে। আর বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা সরকারে কাছে ফেরত যাবে। পরের অর্থ বছরে যা প্রয়োজন হবে তা আবার পরবর্তী বাজেটে পাওয়া যাবে। মে মাস পর্যন্ত যা কাজ করতে পারি তার বেশি টাকা ফেরত দিতে হবে।

ওবায়দুল কাদের জানান, বর্তমানে আমাদের ১৬শ’ কোটি টাকার কাজ করা হচ্ছে। তিন বছরের জন্য রয়েছে ২০০ মিলিয়ন।

চলতি অর্থ বছরে যা লাগবে তার চেয়ে বেশি বরাদ্দ কেনো হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মানুষের আকাঙ্খা বিবেচনা করে বরাদ্দ চাওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর জন্য ফান্ডের অভাব হবে না। সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প এটি। এর পর চারলেন সড়ক।’

কবে নাগাদ কার্যাদেশ হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘জুনে। আমি ওই জায়গা থেকে সরে আসিনি। ফিনানশিয়াল অফার দেরি হলেও কার্যাদেশ দেরি হবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ