প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অনিবার্য কারণের কথা উল্লেখ করে সারা দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৮ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রনালয় সূত্র আরো জানায়, স্থগিত পরীক্ষার পরিবর্তীত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গত ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ২৮ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৩ সালে ১৭ টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।
জেলাগুলো হচ্ছে- ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।