দেশের সব আইন মুজিব কোটের বুক পকেটে: গয়েশ্বর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট যেদিকেই তাকাই দেখি শুধু মুজিব কোট; আদালতের কণ্ঠরোধ করে মুজিব কোটের বুক পকেটে আটকা পড়েছে দেশের সকল আইন।’
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব সমাবেশে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস এটি আওয়ামী লীগ বিশ্বাস করে না, তারা মনে করে প্রতিবেশী ভারতই তাদের সকল ক্ষমতার উৎস। আসলে সি হ্যাজ বিন ব্ল্যাকমেইলড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট।’
তিনি বলেন, ‘ভারত যা বলে শেখ হাসিনাকে তাতেই ‘হ্যাঁ’ বলতে হয়, আর জনগণ যা বলে তাতে তাকে ‘না’ বলতে হয়।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘বিদ্যুত প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, দেশে বর্তমানে এক মিনিটও লোডশেডিং হয় না। তারা মানুষকে নির্বোধ মনে করে, আসলে তারাই সবচেয়ে বড় নির্বোধ।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার যে ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং লাগামহীন কথা বলে তা শতভাগ ভোট পেয়ে নির্বাচিত সরকারের মুখেও বেমানান।’
বিএনপির আন্দোলন সম্পর্কে এই নেতা বলেন, ‘গণতন্ত্রের দরজা বন্ধ হয়ে গেলেও, আমরা বিকল্প দরজার ব্যবস্থা করবো। পিণ্ডির শিকল যদি ভাঙতে পারি তবে দিল্লির শিকলও ভাঙতে পারবো।’
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহর সভাপতিত্বে যুব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দেশপ্রেমিক নাগরিক সংগঠনের সভাপতি আহসানুল্লাহ শামীম, দেশনেত্রী ফোরামের সভাপতি খালেদা ইয়াসমীন প্রমুখ।