রাজনৈতিকভাবে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র চলছে: জে. ইবরাহিম
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক ও একাডেমিকভাবে ইতিহাসের পেছনের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যান পার্টির উদ্যেগে ’১৯ মার্চ ১৯৭১’র জয়দেবপুরের বীরজনতা এবং বীর সৈনিকদের সম্মিলিত প্রতিরোধ সংগ্রামের স্মৃতির প্রতি সম্মান এবং মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ইবরাহিম বলেন, গণতন্ত্র হরণকারী পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে সেকেন্ড বেঙ্গল এবং জয়দেবপুরের জনগণ ৭১ এ রুখে দাঁড়িয়েছিল। সেই চেতনাকে বর্তমান তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি শফিউল আলম প্রধান বলেন, যদি এখন বর্ডারে পাখির মতো মানুষ মারা হয়, পিলখানায় সেনা হত্যা করা হয়। তাহলে কিসের স্বাধীনতা।
তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, এ হত্যা যদি ভারতের কাছে আপনার ঋণ পরিষদ হয়- তাহলে আমরা আবার স্বাধীনতার জন্য যুদ্ধ করবো।
তাই শেখ হাসিনাকে স্বাধীনতা নিয়ে বড় কথা না বলতে আহ্বান জানিয়েছেন শফিউল আলম প্রধান।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক’র সভাপতিত্বে মানববন্ধনে আরো ছিলেন- বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গনি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মরতজা প্রমুখ।