বগি লাইনচ্যুত: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর রেল চলাচল শুরু হয়েছে।
আখাউড়া রেলথানার ওসি সাইদুল ইসলাম জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর বেলা ৩টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ওই বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে লোকোসেড ইনচার্জ মোহাম্মদ মহসিন ভূঁইয়া জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে।
ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ঢাকাগামী মহানগর প্রভাতি, চট্টলা এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে ছিল।