হাসিনাকে হত্যা চেষ্টার আসামি মুরাদকে দেশে ফেরানো হলো

jail জেলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুই যুগ আগে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মিডিয়া কাজী হুমায়ুন রশিদ বুধবার দুপুরে এবিসি নিউজ বিডিকে জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রে পলাতক মুরাদকে আটক ধরতে ইন্টারপোল রেড নোটিস জারি করেছিল।

“এফবিআই ও যুক্তরাষ্ট্র পুলিশের সহযোগিতায় প্রেপ্তার করার পর আজ  তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে”

মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিকালে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

১৯৮৯ সালের ১০ অগাস্ট মধ্যরাতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে। তারা একযোগে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে ‘ফারুক রশীদ জিন্দাবাদ’ শ্লোগান দিয়ে চলে যায়।

ওই সময় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. জহিরুল ইসলাম ধানমন্ডি থানায় মামলা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটিতে অভিযোগপত্র দেয়, তাতে ফ্রিডম পার্টির নেতা ও বঙ্গবন্ধুর খুনী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ ও মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা এবং নাজমুল মাকসুদ মুরাদসহ ১৬ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২৭ অগাস্ট শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

মামলার চার আসামি গোলাম সারোয়ার, সোহেল, জর্জ, মো. শাজাহান বালু কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন হুমায়ুন কবির (১), মিজানুর রহমান, খন্দকার আমিরুল ইসলাম কাজল ও গাজী ইমাম হোসেন।

অপর পাঁচ আসামি লেফটেনেন্ট কর্নেল আবদুর রশীদ, মো. হুমায়ুন কবীর (২),  জাফর আহম্মদ, নাজমুল মাকসুদ মুরাদ, রেজাউল ইসলাম খান পলাতক।

এ ছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রশীদ ও বজলুল হুদার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে।

প্রায় পাঁচ বছর আগে অভিযোগ গঠন হলেও আসামিদের জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে না পাওয়ায় মামলাটির বিচারকাজ বর্তমানে আটকে আছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ