অস্ত্র বাণিজ্যে আন্তর্জাতিক চুক্তি অনুমোদন

weapon

কোটি কোটি ডলারের অস্ত্র বাণিজ্যের ওপর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে একটি আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, চুক্তির পক্ষে ভোট পড়ে ১৫৪ এবং বিপক্ষে ৩ ভোট । জাতিসংঘের ২৩ সদস্য ভোটদানে বিরত থাকে।

এ চুক্তির আওতায় বিশ্বে বছরে ৭ হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে এর সমর্থনকারীরা আশা করছেন। এছাড়া সমগ্র অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করা যাবে।

চুক্তির খসড়া অনুযায়ী, কালাশনিকভ থেকে শুরু করে ট্যাংকের মতো প্রচলিত অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া থাকবে।

চুক্তিতে বলা হয়েছে রপ্তানিকারক দেশকে অস্ত্র বাণিজ্যের প্রতিবেদন জাতিসংঘকে দিতে হবে এবং তাদেরকেই মূল্যায়ন করতে হবে যে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে অস্ত্র ব্যবহার করা হবে না।

বিশ্ব অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করার যে চেষ্টা চলছে সেই প্রক্রিয়ায় এটি একটি তাৎপর্যপূর্ণ অর্জন বলে অভিহিত করেন চুক্তির সমর্থনকারীরা।

ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া চুক্তির বিপক্ষে ভোট দিয়েছে। রাশিয়া ও চীনসহ ২৩ টি দেশ ভোট দানে বিরত থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির পক্ষে ভোট দিলেও বলা হচ্ছে তাদের নিজ দেশে অস্ত্র ব্যবসায়ীদের বিরোধিতার মুখে পড়তে হতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ