নিখোঁজ বিমানটিকে দেখেছিল মালদ্বীপের অধিবাসীরা!
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মালদ্বীপ উপকূলে খুব নিচ দিয়ে একটি বিমানকে উড়ে যেতে দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয় অধিবাসীরা।
স্থানীয় অনলাইন সংবাদপত্র হাবেরুর বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এ খবর জানিয়েছে।
মালদ্বীপের কুদা হুবাদোর অধিবাসীরা বলছেন, তারা ৮ মার্চ সকাল ৬টা ১০ মিনিটের দিকে খুব নিচু দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখেন।
তারা বলছেন, সাদা বিমানটির ওপর লাল রঙের ফিতার মতো টানা ছিল। মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটিও দেখতে তেমনই।
কুদা হুবাদোর বাসিন্দাদের দাবি সত্যি হলে বিমানটি উত্তর থেকে দক্ষিণপূর্বে মালদ্বীপের আদ্দু দ্বীপের দিকে যাচ্ছিল। বিমানটি উড়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হচ্ছিল বলেও তারা জানিয়েছেন।
কুদা হুবাদোর কাউন্সিলর মোহামেদ জাহিম বলেন, স্থানীয়রা ঘটনাটি তাকে জানিয়েছেন।
৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ এর আর কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও চীনসহ এক জন দেশ গত ১১ দিন ধরে বিমানটির খোঁজে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।