গৌরীপুর জনতা ব্যাংক শাখার ১৩ লাখ টাকা গায়েব

Janata bank জনতা ব্যাংকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ সোনালী ব্যাংকের ডাকাতির পর এবার ময়মনসিংহের গৌরীপুর জনতা ব্যাংক এসি শাখা থেকে ভুয়া একাউন্ট খুলে ১৩ লাখ টাকা উত্তোলন করে নিয়ে গেছে জালিয়াতচক্র। দু’টি একাউন্টের বিপরীতে সাতটি চেকের মাধ্যমে মঙ্গলবার গৌরীপুর জনতা ব্যাংক লিমিটেড এসি শাখায় এ ঘটনা ঘটে। পরে রাতে তড়িঘড়ি করে ব্যাংক কতৃপক্ষ গায়েব হওয়া টাকা পুণরায় একাউন্টে জমা দেখান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলা গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামের হাজী মজিবুরের ছেলে মো. কালাম গত ৩ মার্চ গৌরীপুর জনতা ব্যাংক শাখায় ১৬২২২ নম্বর একটি সঞ্চয়ী হিসাব খুলেন। এসময় তিনি ২ হাজার টাকা জমা রাখেন। অন্যদিকে, একই গ্রামের মো. কামাল গত ২ মার্চ ১৬২৩৭ নম্বর হিসাব খুলেন। এসময় তার একাউন্টে মাত্র এক হাজার টাকা জমা ছিল। ওই দুই হিসাবধারী একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার পরও মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে সাতটি চেকের মাধ্যমে কালাম সাত লাখ টাকা ও কামাল ছয় লাখ টাকা উত্তলন করেন। পরে ব্যাংকের হিসেব ক্লোজ করার সময় কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়লে তড়িঘড়ি করে ওই টাকা পুণরায় একাউন্টে জমা দেওয়া হয়।

রাতেই ব্যাংক কর্তৃপক্ষ ওই দুই হিসাবধারীর ঠিকানা খুঁজে এলাকায় গিয়ে তাদের কোনো সন্ধান পাননি। একাউন্ট খোলার সময় তারা ওই ঠিকানায় ভুয়া কাগজপত্র তৈরি করেন বলে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য, কোনো হিসাব থেকে ৩০ হাজার টাকার অধিক টাকা উত্তলনের সময় অফিসারদের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তেু অজ্ঞাত কারণে তা মানা হয়নি।

ওই সাতটি চেকে সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশ অফিসার মো. আব্দুল কদ্দুসের স্বাক্ষর থাকলেও তিনি জানান, এই চেকগুলোতে ভুয়া স্বাক্ষর ও সীল ব্যবহার করা হয়েছে।

এদিকে, ক্যাশ ইনজার্চ মো. লুৎফর রহমান জানান, নিয়মানুযায়ী চেক প্রদানকারী অফিসারের স্বাক্ষর ও সীল থাকায় ওই চেকগুলোর টাকা প্রদান করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন ছিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। তবে অফিসারগণ রাতেই ক্যাশে টাকা জমা দিয়েছেন।’

ডিজিএম মো. হাফিজুর রহমান ব্যাংক পরিদর্শন করেছেন। এবিষয়ে এখনও কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ