ধর্ষণের অভিযোগে পুলিশসহ ৩ জনকে হাইকোর্টে তলব

High-Court-sm20130120092335রিপোর্টার, এবিসি নিউজ বিডি, পিরোজপুরঃ নির্যাতন ও ধর্ষণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাসহ তিন জনকে তলব করেছেন হাইকোর্ট।

পিরোজপুর জেলার নাজিপুর থানার এএসআই আব্দুর রহিম, স্থানীয় বাসিন্দা মৌলভী মোজাহিদুল ইসলাম জাফর ও অসীম মিস্ত্রিকে ৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে দুই শিশুকে নির্যাতন এবং তাদের মধ্যকার মেয়েটিকে ধর্ষণ, শিশু বিবাহে বাধ্য করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ওই ঘটনায় ভিক্টিমকে আদালতে হাজির করতে আবেদনকারীকে বলা হয়। বিষয়টিতে সহায়তা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পিরোজপুরের পুলিশ সুপার, জেলার নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারি উপ-পরিদর্শক আবদুর রহমান, মৌলভী মুজাহিদুল ইসলাম মিয়া ও বকশী এসএম দাসুস সুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক অসীম মিস্ত্রিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে এ বিষয়ে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র। আবেদনের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী অবন্দি নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

‘গার্ল গোজ থ্রু হরিফিক অ্যাবিউজ’ শিরোনামে একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট দায়ের করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২ বছর আগে স্থানীয় এক মসজিদের আরবি শিক্ষক আবদুস সালাম মিয়া ১৩ বছরের এক বালিকাকে যৌন হয়রানি করেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তি চাকরি থেকে বরখাস্ত হন। এর জেরে গত সপ্তাতে ওই আরবি শিক্ষকের ছেলে মুজাহিদুল ইসলাম মিয়া জাফর বাবার অপমানের প্রতিশোধ নেন। জাফর স্থানীয় মাদরাসার শিক্ষক, যেখানে ওই মেয়েটি পড়াশোনা করে। ছেলের সঙ্গে স্তানীয় একটি মেলায় যাওয়ার অপরাধে ওই মেয়েটিকে পুলিশে সোপর্দ করেন জাফর।

সহকারি উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আবদুর রহমান ছেলেটি ও মেয়েটিকে বিবস্ত্র হতে এবং যৌন অঙ্গভঙ্গি করতে বাধ্য করেন। তিনি এর ছবি তোলেন এবং ভিডিও করেন। যা পরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর ওই এএসআই মেয়েটিকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন।

এরপর এএসআই ওই ছেলে ও মেয়েটিকে নিবন্ধন ছাড়া বিয়ে দেন। পরে তাদের পরিবার ৩,৫০০ টাকা জরিমানা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ