জ্যেষ্ঠ সচিব হলেন আরো ৭ জন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জনপ্রশাসনের আরো সাত কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার, এনিয়ে এই পদধারীর সংখ্যা ১২- এ দাঁড়িয়েছে।
নতুন করে জ্যেষ্ঠ সচিব হয়েছেন জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ,পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুন।
বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান,স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং ভূমি সচিব মো. শফিউল আলমকেও জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।
স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ,রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী, সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ জ্যেষ্ঠ সচিব হিসাবে বর্তমানে কর্মরত আছেন।
এর বাইরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার পদাধিকারবলে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদায় রয়েছেন।
জ্যেষ্ঠ সচিব হিসেবে নতুন পদোন্নতি পাওয়া সাতজন তাদের আগের পদেই বহাল থাকবেন। তবে এদের বেতন স্কেল ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকায় উন্নীত হবে।
’৮২ নিয়মিত ব্যাচের ব্যাচের কর্মকর্তা কামাল আবদুল নাসের চৌধুরী এর আগে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পরবর্তীতে তথ্যসচিব হন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আগে তিনি দীর্ঘদিন শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেয়া কামাল চৌধুরী ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এপিআরে যাবেন।
ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা মাহবুব আহমেদ ১৯৫৬ সালের ৩০ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তিনি পিআরএলে যাবেন।
বাণিজ্য সচিব মাহবুব এর আগে যুব ও ক্রীড়া সচিবের দায়িত্ব পালন করেন।
৮২’র বিশেষ ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর মাগুরায় জন্মগ্রহণ করেন। এ বছরের ১২ সেপ্টেম্বর তার পিআরএলে যাওয়ার কথা রয়েছে।
এর আগে তিনি বিদ্যুৎ বিভাগ ও অর্থনৈতিক সম্পদ বিভাগের (ইআরডি) সচিবের দায়িত্ব পালন করেন।
’৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা হেদায়েতুল্লা আল মামুনের জন্ম ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায়। ২০১৭ সালের ৪ অক্টোবর তিনি পিআরএলে যাবেন।
মামুন এর আগে তথ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
’৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা মনজুর হোসেন ১৯৫৬ সালের ১ মার্চ ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি পিআরএলে যাবেন।
এর আগে তিনি স্থানীয় সরকারি বিভাগ, স্বরাষ্ট্র, কৃষি এবং রাষ্ট্রপতির কার্যালয়ে সচিবের দায়িত্ব পালন করেন।
’৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা মো. মোজাম্মেল হক খান ১৯৫৯ সালের ৩ নভেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ২ নভেম্বর তিনি পিআরএলে যাবেন।
এর আগে মোজাম্মেল সড়ক বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ছিলেন।
’৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর তিনি পিআরএলে যাবেন।
গত ২৭ ফেব্রুয়ারি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান থেকে তাকে ভূমি সচিব করা হয়। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ছাড়াও সড়ক বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। প্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা আছেন।
শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর, সংস্থা, করপোরেশনের ৩০টি প্রধানের পদকে গ্রেড-২ থেকে গ্রেড-১ এবং ২০টিকে গ্রেড-৩ থেকে গ্রেড-২ এ উন্নীত করা হয়।
এর আগে গত ১৫ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. গোলাম রব্বানীকে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
এছড়া গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১২ জন কর্মকর্তাকে নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়।