খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মহিলা পুলিশ নিহত

Train ট্রেন খিলগাঁওরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার দুপুরে ট্রেন থেকে নামতে গিয়ে মহিলা পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন। তার নাম মুক্তা রানী সরকার ওরফে মিত্র (২৩)। তিনি আদালত এলাকায় দায়িত্ব পালন করতেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের চাচা চন্দন সরকার জানান, মিত্রের স্বামী অনিক চন্দ্র সরকারও পুলিশ কনস্টেবল। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। গত ১৪ মার্চ তারা হোলি উৎসবের ছুটিতে গ্রামের বাড়ি নেত্রকোনায় যান। বুধবার সকালে ট্রেনযোগে নেত্রকোনা থেকে ঢাকায় আসেন। বিকেল ৩টার দিকে মালিবাগ ও খিলগাঁও রেলগেটের মাঝামাঝি স্থানে ট্রেনটির গতি কম থাকায় মিত্র তার তিন বছরের ছেলে অর্জুনকে কোলে নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। ওই সময়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন এসে মিত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে অর্জুনের বাম হাতের কজ্বি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত মুক্তা রানী সরকারের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কুলফুতাক গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ