বাংলাদেশে ভালো সময়ের অপেক্ষায় ওয়াটসন
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি , ঢাকাঃ পেসার অলরাউন্ডার পরিচয়টা তার শুরু থেকেই। তবে ব্যাটিংটা এত ভালো যে টেস্টেও ইনিংস ওপেন করেছেন শেন ওয়াটসন। তিন ফরম্যাটেই দারুণ কার্যকর এ অস্ট্রেলীয় অলরাউন্ডারের একবার টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন বিশ্ব টি-টোয়েন্টিতে। তবে শিরোপা জেতা হয়নি। এবার সেই অতৃপ্তি দূর করতে চান ওয়াটসন।
অস্ট্রেলিয়ার বর্তমান দলের উপর অগাধ আস্থা আছে বলেই জানালেন তিনি, ‘আমি যতগুলো টি-টোয়েন্টি দলে ছিলাম, এটাই সেরা। ব্যাটে-বলে অনেক ম্যাচ-উইনার আছে। একাই ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে আমাদের। মিচের (মিচেল জনসন) না থাকা দুঃখজনক, তবে যারা আছে, কেউ কারো চেয়ে কম নয়।’
সহ-অধিনায়কত্ব হারিয়ে একটা সময় অবসর নেয়ার কথা ভাবছিলেন ওয়াটসন। তবে এখন খেলতে চান হৃদয় দিয়েই, ‘ওই দিনগুলো অনেক পেছনে ফেলে এসেছি। অস্ট্রেলিয়া দলের অংশ হওয়াটাই এখন দারুণ মজার একটি ব্যাপার। ক্রিকেটটা খুব ভালো খেলছি আমরা, আর দলের পরিবেশটাই এখন দারুণ উপভোগ্য। হ্যাঁ, ওই সময়টায় যা হচ্ছিল দলটা নিয়ে, খেলাটা আমি মোটেও উপভোগ করছিলাম না। আর আমি ক্রিকেট খেলিই তো উপভোগ করি বলে। সেই উপভোগের ব্যাপারটাই যদি না থাকে, খেলে কী হবে!’
ওয়ানডেতে নিজের সেরা অপরাজিত ১৮৫ রানের ইনিংসে ১৫ ছক্কার কথা নিশ্চয়ই মনে আছে ওয়াটসনের। সেটা আবার বাংলাদেশের বিপক্ষেই। ২০১১ সালের বিধ্বংসী ইনিংসটা মনে করে বললেন, ‘পুরো ক্যারিয়ারে ওই একবারই (২০১১ সালে) বাংলাদেশে এসেছিলাম। মাত্র সপ্তাহখানেকই হয়তো আমি বাংলাদেশে কাটাতে পেরেছি। আশা করি এবার একটু বেশি সময় কাটাতে পারব! ওই ইনিংসটা (দ্বিতীয় ওয়ানডে) খুব ভালো মনে আছে আমার। ওই দিনটি তো কখনোই ভুলব না। রেকর্ড গড়ার পথে পাশে ছিলেন আমার নায়ক রিকি পন্টিং। আশা করি এবারও ভালো সময় অপেক্ষা করছে আমার জন্য।’