আল আমিন এমন উইকেটই চান

Al-Amin Bangladesh Cricketস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল নেপাল। ওই অবস্থা থেকে প্রতিপক্ষের টুঁটি আর চেপে ধরতে পারেনি বাংলাদেশ। ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া আল আমিন এর ব্যাখ্যায় বললেন, ‘ওদের তিনটি উইকেট পড়ে যাওয়ার পরই ওরা রক্ষণাত্মক হয়ে যায়। টার্গেট করেছিল যে ২০ ওভার খেলবে। খুব বেশি একটা সুযোগও তাই ওরা দেয়নি। আর ২০ ওভার খেলে ফেললে ১২০-১২৫ রান হওয়াই স্বাভাবিক। আমার তো মনে হয় না যে, ১২০ বলে ১২৫ খুব বড় স্কোর।’

প্রথম ওভারটা খারাপ হওয়ার পরও দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছিলেন আল আমিন। শেষ ওভারে দিয়েছিলেন আবার মাত্র ২ রান। তবে এবার যে অভিজ্ঞতা হলো এমনটা আগে কখনো হয়েছে বলেও মনে পড়েনি আল আমিনের- ‘প্রথমে কিছু ওয়াইড হয়ে গেছে। আজ প্রচুর শিশির পড়েছে। এমন শিশিরের সম্মুখীন আগে কখনো হইনি। দ্বিতীয় বলটা করার সময়ই দেখি সিম ভিজে গেছে।’

ওই ওভার শেষে তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হয়। ফিল্ডিং করার সময় নিজেকে ফিরে পাওয়ার মন্ত্রই যেন জপছিলেন এ পেসার, ‘প্রথম ওভারে আসলে কিছু বুঝতে পারিনি। কিছু বল বাইরে হয়ে গেছে। ৮ রান দেওয়ার পর যখন ফিল্ডিং করছিলাম, তখনই ভাবছিলাম যে উইকেটে ঘাস আছে। উইকেট টু উইকেট যদি বল করতে পারি তাহলে ওই ওভারটা ভুলে গিয়ে ভালো কিছু করা সম্ভব। ওটাই করেছি। এ ধরনের উইকেট সব পেসারই চায়, আমিও চাইব আজীবন এমন উইকেটে বল করতে। তবে বাংলাদেশে সব ম্যাচে পাওয়া সম্ভব নয় এ ধরনের উইকেট।’

স্পিনারদের ভুগতে দেখে হয়তো আরও ভালো কিছু করার তাড়নাও অনুভব করেছিলেন আল আমিন, ‘স্পিনারদের খুব সমস্যা হয়েছে। সাকিব ও রাজ ভাইদের মতো নেপালি স্পিনাররাও ভুগেছেন।’ আক্রমণে ফিরে তিনি নিজেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন। যদিও আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি নিজেও লাইন-লেন্থ খুঁজে পেতে রীতিমতো লড়েছেন। সেটা নিয়ে মৃদু আলোচনাও তার কানে গেছে। তবে বাংলাদেশের হয়ে প্রথম বিশ টি-টোয়েন্টি খেলতে নামার উত্তেজনাও আফগান ম্যাচের বোলিংয়ে কিছুটা ভূমিকা রেখে থাকতে পারে বলে মনে হলো তাঁর কথায়, ‘আজকের ম্যাচটি মাত্র আমার তৃতীয় টি-টোয়েন্টি। তা ছাড়া ওয়ার্ল্ড কাপও খেলছি প্রথম।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ