’৭১ এর সংগ্রাম’ বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেলো ’৭১এর সংগ্রাম’ চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে চলচ্চিত্রটি। একইসঙ্গে বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে তরুণ প্রজন্মসহ বিশ্ববাসি এমনটিই মনে করছেন ‘৭১এর সংগ্রাম’ চলচ্চিত্রের পরিচালক কলাকুশলিরা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেভেনহিল রেষ্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে সংগ্রাম মোশন পিকচার্স প্রযোজিত, মনসুর আলী পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, বিশিষ্ট নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু, আবু সাইয়ীদ, সঙ্গীত পরিচালক ইমন সাহা, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম ও চলচ্চিত্রটির নির্মাতা মনসুর আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি এবং নায়ক আরমান সংশ্লিষ্ট শিল্পী ও বিভিন্ন কলাকুশলীসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছবিটি নিয়ে বলেছেন নানা কথা। ছবিটি নিয়ে দেশের প্রখ্যাত পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, ‘খুব ভালো লাগছে স্বাধীনতার মাসে একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখতে যাচ্ছি, যেটি নির্মাণ করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী। যিনি বিদেশে বড় হয়েছেন।কিন্তু বাংলাদেশ নিয়ে ভেবেছেন। বাংলাদেশ নিয়ে ছবি বানাচ্ছেন। স্বাধীনতার সংগ্রাম নিয়ে ছবি বানাচ্ছেন। এই যে তরুণরা উঠে আসছে। আবার আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে। আজকের যে তরুণ চলচ্চিত্র নির্মাতা তাকে অভিনন্দন জানাচ্ছি। ছবি বানানোর জন্যতো বটেই বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করার জন্য। আমি আশা করব এই ছবিটি আমাদের মুগ্ধ করবে। এই ছবির সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন।’
বিশিষ্ট সংগীত পরিচালক ইমন সাহা বলেন, ‘এই ছবিটি নিয়ে আসলে বলার কিছু নেই। বৃক্ষ তুমি কি, ফলে পরিচয়।ছবিটা আমার অনেকবার দেখতে হয়েছে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজকটা আমার করা এবং ছবির একটা গান আমার করা। ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হলে একটা দৃশ্য অনেকবার দেখতে হয়। একটা কথা বিশেষ ভাবে বলতে চাই কিছু কিছু দৃশ্যে যতবার দেখেছি ততবার চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি। আমার খুব অবাক লেগেছে ছবির পরিচালক মনসুর আলী ভাই ইউকের মতো জায়গায় থেকে এই উপলব্ধিটা কিভাবে করেছেন!’
‘৭১এর সংগ্রাম’ চলচ্চিত্রের নায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি বলেন, ‘এটা এমন একটি ছবি যা পুরো পরিবারকে নিয়ে দেখার মতো। ছোট বাচ্চাদের নিয়ে দেখার মতো। আর এ ছবিটি নিয়ে আরো যেটা বলবো, এই প্রথমবারের মতো একটি ছবি নির্মাণ হলো যা আন্তর্জাতিক মানের চিন্তা মাথায় নিয়ে নির্মিত। এছবিতে অভিনয় করেছেন বলিউডের একজন লিজেন্ডারি অভিনেতা অনুপম খের, ইটালিয়ান একজন অভিনেত্রী, হলিউডের একজন। তাদের পাশাপাশি আমি বাংলাদেশের একজন শিল্পী হিসেবে কাজ করতে পেরেছি। জুন মাসে ওর্য়াল্ড প্রিমিয়ারের মাধ্যমে ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। আমরা মুখিয়ে আছি সেই দিনটির জন্য যেদিন বাঙালীর পরিচয়ের ছবিটি বিশ্বব্যাপী মানুষ দেখতে পারবে।’
এ ছবির নায়ক আরমান রেজা বলেন, ‘সংগ্রাম ছবিটা নিয়ে আসলে কি বলবো। আমারা বাঙালী জাতি আমাদের শরীরে, আমাদের রক্তে মিশে আছে সংগ্রাম। আমি আমান এমন একটি ছবিতে অভিনয় করতে পেরে সত্যিই গর্বিত। আমরা এই জেনারেশন কেউই মুক্তিযুদ্ধ দেখিনি। তারপরেও আমরা চেষ্টা করেছি ছবিটিকে যথাযথভাবে রুপ দিতে। আমি চলচ্চিত্রের পুরো টিমকে ধন্যবাদ জানাই। আমরা অনেকেই বাংলা ছবি দেখতে আগ্রহ প্রকাশ করি না। আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখবেন।’
সংগ্রামের পরিচালক মনসুর আলী বলেন, ‘এই ছবিটি একটি নতুন ছবি যেটা আমার আন্তর্জাতিক ভাবে নির্মাণের চেষ্টা করেছি। আপনাদের সবার দোয়া চাই। রুহিকে অনেক ধন্যবাদ ছবিটি নিয়ে কাজ করতে গিয়ে তার অনেক সাপোর্ট পেয়েছি। আপনারা ছবিটির ট্রেইলর দেখলেই বুঝবেন ছবিটি কেমন। ‘জানি না কখন’ গানটি করেছেন ইমন সাহা। তাকে অনেক ধন্যবাদ। অনেক চমৎকার একটি গান হয়েছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।জুন মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে চলচ্চিত্রটি।’
বিনোদন সাংবাদিক দেওয়ান হাবীব বলেন, ‘লন্ডন থেকে এসে চলচ্চিত্র নির্মাণ করেছেন মনসুর আলী।আমি তাকে শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি চলচ্চিত্রটির শুভকামনা করি।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলচ্চিত্রটির ট্রেইলর ও ‘জানিনা কখন’ শিরোনামের ভিডিও গানটি প্রদর্শিত হয়।
উল্লেখ্য, ‘৭১ এর সংগ্রাম’ চলচ্চিত্রটিতে একটি থিম সংসহ মোট ৭টি গান রয়েছে। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আরমিন মুসা। অ্যালবামটিতে কন্ঠ দিয়েছেন নাশিদ কামাল, কণা, আরমিন মুসা, নোলক বাবু, রাজু ও জানিতা আহমেদ। অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গান হলো এই সন্ধ্যায়, জানিনা কখন, নদীরে, রাশমান চে দোল ইত্যাদি। অ্যালবামটির গানগুলি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে বলে নির্মাতা মনসুর আলী ’র বিশ্বাস।