অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে রাজশাহীতে

Strike ধর্মঘটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ কারাবন্দি পাঁচ ট্রাক চালকের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রাজশাহী জেলা মোটর, ট্রাক ও ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

বুধবার রাত আটটার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে পাঁচ  ট্রাক চালকের  ব্যাপারে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ দুপুরে রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুইটি বালুমহলে অভিযান চালিয়ে অবৈধভাবে পদ্মানদী থেকে  বালু উত্তোলনের দায়ে দুই ম্যানেজার ও পাঁচ ট্রাক চালককে এক মাস করে কারাদণ্ড দেন  ভ্রাম্যমাণ আদালত।

কারাগারে আটক পাঁচ  ট্রাক চালক হলেন, মোহাম্মদ সেলিম, মতিউর রহমান, আবদুল বারী, তৌহিদুল ইসলাম ও বেলাল হোসেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ