বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত

chuadanga চুয়াডাঙ্গাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর গুলিতে আব্দুল গণি (৩৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সুলতান আহমেদের ছেলে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে মেদেনীপুর সীমান্তের ৬৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে আব্দুল গণিসহ ৭-৮ জন গরু কেনার উদ্দেশে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আব্দুল গণি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেদেনীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ