সরকার সমর্থিত প্রার্থীদের জয়ী করতেই সহিংসতা

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতেই সহিংসতার মাত্রা সরকার বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে এ অভিযোগ করে দলটি।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে এ  স্মারকলিপি পৌঁছে দেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চলমান উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। গত তিনদফা উপজেলা নির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল, বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর হামলা ও ব্যাপক ভোট জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী, কর্মী ও সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

ইতোমধ্যে তিন দফায় নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হয়েছেন। এছাড়া ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে বা পিটিয়ে শতশত বিরোধী দলীয় নেতাকর্মীকে জখম করা হয়েছে বলেও দাবি করে বিএনপি।

প্রসঙ্গত, উপজেলা নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়া, বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ