আদালত অবমাননা আইন নিয়ে নতুন করে ভাববে সরকার : আইনমন্ত্রী

law minister anisul haque আইনমন্ত্রী আনিসুল হকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আদালত অবমাননা আইন নিয়ে সরকার নতুন করে ভাববে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বলেন, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে  প্রয়োজনীয়তা দেখে আদালত অবমাননা আইন নতুনভাবে প্রণয়নের উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আল বুশারির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলের পুরনো আদালত অবমাননা আইনের কোনো সংজ্ঞা ছিল না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংজ্ঞাসম্বলিত আদালত অবমাননা আইন তৈরি করা হয়। পরে হাইকোর্ট ওই আইনটি বাতিল করে, কিছু নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা অনুসরণ করলে সংশ্লিষ্টরা আদালত অবমাননার দায় এড়িয়ে চলতে পারেন।

তিনি বলেন, রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এছাড়া তাকে পবিত্র হজ ও ওমরাহ করার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ