টিআইবিকে চ্যালেঞ্জ করা এখতিয়ার বহির্ভূত

TIB iftekharujjaman ইফতেখারুজ্জামানসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) কারো চ্যালেঞ্জ করা  এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল অবকাশে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখার বলেন, টিআইবি সরকারের একটি নিবন্ধিত সংস্থা। আমরা যে কাজ করি, তা সরকারের অনুমতি নিয়েই করি। সরকারের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমরা যে পার্লামেন্ট ওয়াচ করেছি, সেখানেও আমাদের সরকারের অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে।

তিনি বলেন, আমরা একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কখনোই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নই। আমরা যখন সংসদ নিয়ে কথা বলি, তখন আমাদের রাজনীতি নিয়েও কথা বলতে হয়। সরকার ও সংবিধান আমাদের কাজ অনুমোদন করে। আমাদের কাজ সংবিধানসম্মতও।

টিআইবির আয়-ব্যায় সম্পর্কে তিনি বলেন, যেহেতু টিআইবি সরকারের অনুমোদিত সংস্থা। তাই সরকারের অনুমতি ছাড়া একটি পয়সাও আমাদের অ্যাকাউন্টে আসে না। সরকারের নির্ধারিত খাতের বাইরে একটি পয়সাও আমরা খরচ করতে পারি না। তাই সংসদে দাঁড়িয়ে দায়িত্বশীল লোকজনের টিআইবিকে নিয়ে কথা বলা যৌক্তিক বলেও মনে করি না।

আওয়ামী লীগ দলীয় এমপি শেখ সেলিমের রাজনীতিতে যোগ দেয়ার পরামর্শের সমালোচনা করে ড. ইফতেখার বলেন, রাজনীতিতে যোগ দেবো কি না সেটা আমার ব্যক্তিগত এখতিয়ার। তবে টিআইবি ও আমরা মনে করি, আমাদের এ ধরনের ইচ্ছা কখনোই হবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারে গেলে আমাদের সমালোচনা করে, বিরোধী দলে গেলে আমাদের আঁকড়ে ধরে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ