সরকার ধান ২০ ও চাল ৩১ টাকায় কিনবে

Crop Rice শস্য চাউলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি বছর বোরো মৌসুমে ১০ লাখ টন চাল ও দেড় লাখ টন ধান সংগ্রহ করবে সরকার।সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে।চালে গত বারের চেয়ে ২ টাকা বাড়িয়ে ৩১ টাকায় এবং ধানে দেড় টাকা বাড়িয়ে ২০ টাকা কেজি দরে কেনা হবে।আগামী ১ মে থেকে চার মাসে সরকার ধান ও চাল সংগ্রহ করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য চুলচেরা বিশ্লেষণ করে বোরো ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, এবার প্রতিকেজি বোরো ধানের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১৭ টাকা, চালের খরচ পড়েছে সাড়ে ২৬ টাকা।

গত বছর বোরো মৌসুমে ২৯ টাকা কেজি দরে বোরো চাল এবং সাড়ে ১৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করেছিল সরকার।

এবারো ১ এপ্রিল থেকে তিন মাসে সরাসরি কৃষকদের কাছ থেকে দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে। এজন্য কেজিতে ২৭ টাকা দাম পাবেন কৃষকরা।

সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের ফলে বাজারে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ