বৈঠকে বসছেন ইইউ নেতারা, ইউক্রেনের নৌবাহিনী প্রধান মুক্ত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর প্রধান ঘাঁটি রাশিয়াপন্থী অস্ত্রধারীদের দখলে নেয়ার সময় আটক নৌবাহিনী প্রধানকে মুক্তি দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য দেয়া হয়েছে।
চলতি সপ্তাহে রাশিয়াপন্থী অস্ত্রধারী ও ক্রিমিয়ার বাহিনীর মুখোমুখী অবস্থানের সময় ৩শ’ অস্ত্রধারী হামলা করে ক্রিমিয়ার নৌ হেডকোয়ার্টার দখল করে নেয়। সে সময় তারা ইউক্রেনের নৌ বাহিনী প্রধান সার্গেই গেইডুককে আটক করে রাখে।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনোভ আটক সব নৌ সেনাকে মুক্তি দান ও উস্কানি বন্ধ করার জন্য বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে মুক্তি দেয়া না হয় তবে ব্যবস্থা নেয়া হবে। তার মানে সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন তুর্চিনোভ।
সর্বশেষ প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, গেইডুকসহ কয়েক জনকে মুক্তি দিয়েছে ক্রিমিয়া। তবে কিভাবে কখন তাদেরকে মুক্তি দেয়া হয়েছে তার বর্ণনা দেয়া হয়নি।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু ক্রিমিয়া কর্তৃপক্ষকে বলেছেন, গেইডুককে মুক্তি দিয়ে নিরাপদে ক্রিমিয়া ত্যাগের সুযোগ দেয়ার জন্য। তারপরই মুক্তি দেয়া হলো ইউক্রেনের নৌ প্রধানকে।
এদিকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এতে রাশিয়া ও ক্রিমিয়ার নেতাদের উপর আরো নিষেধাজ্ঞা আসতে পারে। ইউক্রেন এ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে রেখেছে।