বসে বসে মার খাবে না জাতীয়তাবাদী শক্তি: রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রহুল কবির রিজভী বলেছেন, নেতাদের প্রতিটি রক্ত বিন্দু প্রতিরোধ আর প্রতিশোধের তরবারী হয়ে উঠছে। জাতীয়তাবাদী শক্তি বসে বসে মার খাবে না।
বৃহস্পতিবার বিকেলে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলন যদি বন্দুকে তপ্ত বুলেটে দমন করা হয় তাহলে পাল্টা ব্যবস্থা হবে লৌহ কঠিন।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানষিকভাবে বিপর্যস্ত ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য সরকার কুটিল ষড়যন্ত্র করছে।
৫ জানুয়ারির নির্বাচনের পর এই অবৈধ সরকার কোনো ন্যায়সঙ্গত সরকার নয় উল্লেখ করে রিজভী বলেন, এই অবৈধ সরকার আমসত্ব। অন্যায়, অমানবিক, অত্যাচারি, গণ দুশমন সরকারের বিরুদ্ধে যেকোনো প্রতিরোধই জনগণের প্রচণ্ড ধাক্কায় ধরাশায়ী হবেই।
তিনি বলেন, গণতন্ত্রের প্রাণশক্তি নিঃশেষ করে অবৈধ ক্ষমতাসীনরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেতর থেকে ধ্বংস করে দিয়ে শুধু খোলসটা টিকিয়ে রাখতে চাচ্ছে বিশ্বকে দেখানোর জন্য। সেজন্য তারা মিথ্যা বিজয়ের গরীমা লাভের জন্য ব্যাপক সংহিসতার আশ্রয় নিয়ে অধিকাংশ উপজেরা চেয়ারম্যানের পদগুলো ছিনিয়ে নিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, এড. সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।