হেরে গিয়েও মূল পর্বে বাংলাদেশ

bangladesh vs hong kong t20 world cupস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেই ফেলে দিয়েছিল হংকং। সেটা এড়ানো গেলেও লজ্জার হার এড়াতে পারেনি স্বাগতিকরা। অল্প রানের রোমাঞ্চকর লড়াইয়ে ২ উইকেটে জিতে বিশ্বকাপের সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে তারা। টেস্ট খেলুড়ে কোনো দেশকে হারানোর স্বপ্নটাও সত্যি হয়েছে হংকংয়ের।

দ্রুত রাত তুলতে গিয়ে ২১ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে তখন হংকং নয়, দাঁড়িয়ে যায় আরেক সহযোগী দেশ নেপাল।

হংকং ১৩.২ ওভারের নিচে লক্ষ্যে পৌঁছালে বিশ্বকাপ থেকে বিদায় নিত বাংলাদেশ। শ্রেয়তর রানরেটে ‘আসল’ বিশ্বকাপে উঠতো আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে অপেক্ষায় থাকা হিমালয় কন্যার দেশটি। সাকিব বীরত্বে তা আর হয়নি। তবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌছে যায় হংকং।

ম্যাচের প্রথম ভাগে ‘প্রস্তুতি ম্যাচের’ আমেজে থাকা বাংলাদেশের বিরতির পর প্রথম লক্ষ্য ছিল অবশ্যই ১৩.২ ওভার পর্যন্ত হংকং ইনিংস টেনে নেয়া। আর এই লক্ষ্য পূরণে মূল ভূমিকা রাখেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারেই বল করতে এসে উইকেট নিয়েছেন। চার ওভারে তার মাত্র ৯ রানে ৩ উইকেটেই বাংলাদেশের সুপার টেনে ওঠাটা নিশ্চিত হয়ে যায়। কিন্তু পরের বোলারা আর হংকংকে থামাতে পারেনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ