কাবুলে হোটেলে হামলা নিহত ৯

kabul attackআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আফগানিস্তানের কাবুলে এক হোটেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে চার বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়েছে৷

বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে কাবুলের সেরিনা হোটেলে৷ হাই সিকিউরিটি জোনের এই  হোটেল থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই রয়েছে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ৷

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই চারজনেরই বয়স ১৮ বছরের কম ছিল৷ তারা হাত বন্দুক নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল এবং এই হোটেলে অতিথি হিসেবে এসেছিল৷ মুখপাত্র  সিদ্দিকি জানিয়েছেন, চারজন নিজেদের মোজার ভেতরে হাতবন্দুক লুকিয়ে রেখে শৌচাগারে আশ্রয় নিয়েছিল৷ কয়েক ঘণ্টা পরেই হোটেলের রেস্টুরেন্টে বিক্ষিপ্তভাবে গুলিবর্ষণ শুরু করে৷ সেই মুহুর্তে ওই রেস্টুরেন্টে আফগান ও বিদেশিরা উপস্থিত ছিলেন৷ এই ঘটনায় দু’জন শিশুসহ মোট সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এদের মধ্যে থেকে বন্দুকবাজদের চিহ্নিত করা যায়নি৷

তালেবান এই ঘটনার দায় স্বীকার করেছে৷ তালেবান মুখপাত্র জানিয়েছে, হোটেলের আভ্যন্তরীণ সহযোগিতায় বন্দুকধারীরা গোপন রাস্তা দিয়ে হোটেলের ভিতর প্রবেশ করেছিল৷ কাবুলের এই হোটেলটিতে সবচেয়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা থাকে৷ তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই হামলার মাধ্যমে  হুমকিই দিয়েছে তালিবান৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ