টাঙ্গাইলে ২০টি মূর্তি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামে শত বছরের পুরনো মহাশ্মশানের তিনটি মন্দিরের ২০টি মূর্তি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে এ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। এরপর খবরে পেয়ে প্রশাসন সকালে ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পাকুল্লা গ্রামের শত বছরের পুরনো হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহাশ্মশানের কালিমন্দির, পঞ্চায়েত মন্দির ও শিব মন্দিরের ২০টি মূর্তি ভাঙচুর করা হয়। মন্দিরের গ্রিলের তালা ভেঙে মূর্তি ভাঙচুর করে তা বাইরে ফেলে রাখে। এ সময় মন্দিরের অফিস কক্ষের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকার হিন্দু ধর্মালম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজন শুত্রুবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানায়।