জনগণকে নিয়ে ইসি’র অনাচারের দাঁতভাঙা জবাব দেয়া হবে : রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের এসব অনাচারের দাঁতভাঙা জবাব দেয়া হবে ।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, তৃতীয় দফা নির্বাচনে সহিংসতায় উৎসাহী হয়ে চতুর্থ দফা নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডাররা শক্তির মহড়া দিচ্ছে। এতে ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে গণতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ সরকারের অভিন্ন ‘ঝাঁকের কৈ’ দাবি করে রিজভী বলেন, এদের সংবিধানসম্মত স্বাধীন সত্ত্বাকে অগ্রাহ্য করে নির্বাহী বিভাগের হুকুমের একান্ত ভৃত্যে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্প্রতি দেয়া এক বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, জয় দলের বৈশিষ্ট্য ধারণ করে অনর্গল বানোয়াট ও উদ্ভট কথা বলছেন।
নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তাই হয়, তবে উল্টোভাবে। তিনি অভিযান চালাচ্ছেন বটে। তবে সেটি অস্ত্রধারীদের নয়, নিরস্ত্রধারীদের বাড়িতে বাড়িতে।
সংবাদ সম্মেলনে দলের দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন প্রমুখ।