বিকালে আল্লামা শফির সংবাদ সম্মেলন, আসছে কঠোর কর্মসূচি

im20022467
হেফাজতে ইসলামের কর্মীদের ঢাকায় আসার পথে বাধা দেয়ায় উদ্ভুত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফি। বিকাল ৪টায় লালবাগে হেফাজতের ঢাকা মহানগর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে আগামী ৭ই এপ্রিল থেকে লাগাতায় হরতালের ঘোষণা দেয়া হতে পারে। হেফাজতে ইসলাম আগে থেকেই হুশিয়ারি উচ্চারণ করে আসছিলো যে লংমার্চ কর্মসূচিতে বাধা দেয়া হলে লাগাতায় হরতাল দেয়া হবে। সরকার দৃশ্যত কৌশলে হেফাজতের লংমার্চ অকার্যকর করার চেষ্টা করছে। সংগঠনটিকে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার
অনুমতি দেয়া হয়েছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিনব হরতাল আহবান করেছে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠন। একইসময়ে গণজাগরণ মঞ্চও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু বিস্ময়কর হলেও এ অবরোধ শুরু হয়েছে আরও আগেই। কৌশলে পরিবহন মালিক সমিতিকে দিয়ে শুক্রবার সকাল থেকেই ঢাকামুখী গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। লঞ্চ এবং ফেরীও বন্ধ রয়েছে। যদিও বাধা-বিঘ্ন পেরিয়েও হেফাজত কর্মীরা ঢাকায় আসার চেষ্টা করছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ