রগ কেটে জাবি শিক্ষার্থীর টাকা ছিনতাই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে গভীর রাতে হামলা করে এক শিক্ষার্থীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা জানান, শুক্রবার রাত ৩টার দিকে ‘ডেইরি গেটের’ ওভার ব্রিজের ওপর হামলার শিকার হন পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শেখ আজিজুল হক শিশির।
তিনি এবিসি নিউজ বিডিকে বলেন, “শিশিরের বাম হাতের রগ কেটে গেছে। মাথাতেও আঘাত পেয়েছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন শিশির আশঙ্কামুক্ত।”
দুর্বৃত্তদের হামলায় শিশিরের সঙ্গে থাকা তার দুই আত্মীয় আহত হয়েছে। তারা ভর্তি পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসেছিল।
ওই দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান অধ্যাপক তপন কুমার।
দুই ভর্তি পরীক্ষার্থীর বরাত দিয়ে শিশিরের সহপাঠী গোলাম আযম এবিসি নিউজ বিডিকে বলেন, রাতে বাস থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত দিকে নেমে ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে। শিশির টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ছুরিকাঘাত করে।
পরে ছিনতাইকারীরা তিন জনকেই পিটিয়ে শিশিরের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।